সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হায়রে টুপিওলারা

 হায়রে টুপিওলারা বাংলাদেশের যদি কোনো পুলিশ দাড়ি রাখতে চাই, তাহলে তাকে উপরের মহল থেকে অনুমতি নিতে হয়, এবার যদি কোন ব্যক্তি অনুমতি না পায়, তাহলে সে দাড়ি রাখতে পারবে না ।

এবার ঈমানদাররা তো দাড়ি কেনো  ভাবেই কাটবে না, আর যদি না কাটে তাহলে তার চাকরিও থাকবে না ।

পয়েন্ট গিয়ে কোথায় দাঁড়ালো ।

যাকে দিয়ে ইসলামকে ক্ষতি করতে পারবে তাকে মূলত পুলিশে রাখা হবে অন্যথায় না ।

যার কাছে ইসলামের চাইতে ওই চাকরিটা বড় সেই পুলিশে চাকরি করতে পারবে বিষয়টা লক্ষ্য করলে উত্তরটা অনেকটা এরকমই আসে  ।


এই আইন সংশোধনের জন্য তো কখনো আপনাদেরকে আওয়াজ তুলতে দেখিনি । কোটা ব্যবহার করে কেবলমাত্র কিছু সংখ্যক লোকই সরকারি চাকরি পাচ্ছে কিন্তু বাকি সব কিভাবে পাচ্ছে কোন  এমপি মন্ত্রীদের সুপারিশে ।

এবার এই ক্ষমতাশীলরা সুপারিশ করছে কেন দুটো কারন প্রথমত ঘোষ মোটা অংকের আর দ্বিতীয়ত অনেকদিন এদের কাছের পালিত গুণ্ডা মাস্তানি করা । 

দেখকে মেধাশূন্য  করার পিছনে যদি 30 পার্সেন্ট করা থাকে তাহলে 60 পার্সেন্ট রয়েছে এগুলি বাকি ১০% এর উপর বৃত্তি  করে টিকে আছে দেশ ।



#mohammadrajusheikh


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আল্লাহ্ ছাড়া কেউ আপন নয়

হে খোদা তুমি ছাড়া কেউ আপন নয়, তুমি ছাড়া যাওয়ার জন্য আর কোনো জায়গা নেই, তুমি কেবল তুমি আপন, বাকি সবাই তো সময়ের ব্যবধানে হারিয়ে যায় ।

Okra flower, ঢেঁড়স ফুল

ঢেঁড়স ফুল,  এই ফুলটি তার নিজের মতো করে সৌন্দর্য প্রকাশ করে ফুলটি কৃষকের চাষের হওয়ার জন্য আমাদের কাছে সস্তা হয়ে গেছে   

সরকারের জনগণের উদ্দেশ্য নেওয়া সিদ্ধান্তর বিরোধিতা বিএনপি করলেও জনগণের উপর চাপ হয়ে যাবে কর বৃদ্ধি করায়, তারা এটা জেনেও এটার বিরোধিতা করেনি।

সরকারের জনগণের উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা বিএনপি করলেও, জনগণের উপর চাপ হয়ে যাবে কর বৃদ্ধি করার ফলে। তারা এটা জেনেও এটার বিরোধিতা করেনি। বিএনপি যেসব সিদ্ধান্তের বিরোধিতা করেছে বর্তমান সরকারের, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—অপরাধী পুলিশদের বদল করার সিদ্ধান্ত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই এই সিদ্ধান্ত নেয়, কিন্তু বিএনপি এই বলে তাদের আটকে দেয় যে এগুলো নির্বাচিত সরকারের কাজ, তাদের নয়। কিন্তু আমরা সাধারণ জনগণ স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভরসা করতে পারি এই বর্তমান সরকারের উপর। এটা কি বিএনপি জানে? বিএনপি অপরাধী পুলিশদের বাঁচিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়। বিএনপি রাষ্ট্রপতি চুপ্পুকে সরতে দেয়নি, দেয়নি সংবিধান সঠিকভাবে পুনর্লিখন করতে। এখন যখন ছাত্ররা এবং শহীদদের পরিবার ২৪-এর শহীদ ও আহতদের আত্মত্যাগ স্মরণে একটি ঘোষণাপত্র চাইছে, সেটিতেও বিএনপির বাধা। বর্তমান সরকার গঠনের পর বিএনপি কখনো সহযোগিতামূলক আচরণ করেনি। বর্তমান বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। যেহেতু আওয়ামী লীগকে আমরা জনগণ প্রত্যাখ্যান করেছি, এখন বিএনপির উচিত সরকারকে সহযোগিতা করা। কিন্তু হঠাৎ করেই...