হায়রে টুপিওলারা বাংলাদেশের যদি কোনো পুলিশ দাড়ি রাখতে চাই, তাহলে তাকে উপরের মহল থেকে অনুমতি নিতে হয়, এবার যদি কোন ব্যক্তি অনুমতি না পায়, তাহলে সে দাড়ি রাখতে পারবে না ।
এবার ঈমানদাররা তো দাড়ি কেনো ভাবেই কাটবে না, আর যদি না কাটে তাহলে তার চাকরিও থাকবে না ।
পয়েন্ট গিয়ে কোথায় দাঁড়ালো ।
যাকে দিয়ে ইসলামকে ক্ষতি করতে পারবে তাকে মূলত পুলিশে রাখা হবে অন্যথায় না ।
যার কাছে ইসলামের চাইতে ওই চাকরিটা বড় সেই পুলিশে চাকরি করতে পারবে বিষয়টা লক্ষ্য করলে উত্তরটা অনেকটা এরকমই আসে ।
এই আইন সংশোধনের জন্য তো কখনো আপনাদেরকে আওয়াজ তুলতে দেখিনি । কোটা ব্যবহার করে কেবলমাত্র কিছু সংখ্যক লোকই সরকারি চাকরি পাচ্ছে কিন্তু বাকি সব কিভাবে পাচ্ছে কোন এমপি মন্ত্রীদের সুপারিশে ।
এবার এই ক্ষমতাশীলরা সুপারিশ করছে কেন দুটো কারন প্রথমত ঘোষ মোটা অংকের আর দ্বিতীয়ত অনেকদিন এদের কাছের পালিত গুণ্ডা মাস্তানি করা ।
দেখকে মেধাশূন্য করার পিছনে যদি 30 পার্সেন্ট করা থাকে তাহলে 60 পার্সেন্ট রয়েছে এগুলি বাকি ১০% এর উপর বৃত্তি করে টিকে আছে দেশ ।
#mohammadrajusheikh

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন