মানুষ সুযোগ পেলে অন্যায় করে বলেই আইন বানানো হয়েছে , হয়েছে প্রশাসন বানানো ।বাজার প্রস্থিতিশীল হওয়ার কারণ কি শুধু অতি লোভী ব্যবসায়ীরা ?
নাকি তাদের উপর আইনি শাসন প্রতিষ্ঠা করতে না পারা সরকারেও ? বাংলাদেশের মাটি উর্বর মাটি এখানে প্রায় সব ধরনের চাষ করা যায় বাংলাদেশ সরকার এই চাষকে পরিকল্পিত ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন চাইলে কৃষি অফিসের মাধ্যমে, যেমন প্রতি বছর আমাদের কত পিঁয়াজ প্রয়োজন সে মোতাবেক কৃষককে চাষ করার পরামর্শ দেওয়া এবং মাঠ পর্যায় গিয়ে, দেখা কতটুকু চাষ হচ্ছে তার দায়িত্বে থাকা এরিয়ায় এবং সেটি রিপোর্ট করা সেন্ট্রাল অফিসে ।
তাছাড়াও মাটি পরীক্ষা করে জমিতে কখন কি ধরনের স্যার এবং বিষ প্রিয়জন সেটা বলা, জৈব সারের ব্যবহার শেখানো এবং এ স্যাররের তৈরি প্রক্রিয়া শেখানো ।
________________________________________
আমি খুবই সংক্ষিপ্ত ভাবে নিজের চিন্তাকে প্রকাশ করতেছি শুধু ।
________________________________________
বাজার কিভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে পরবর্তী পোস্টে দেখুন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন